12:08 PM, 28 April, 2024

আমি বাঁচতে চাই, ভিডিও ধারনকারীদের বিচার চাই

জামালপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীর ও অফিস সহকারী সানজিদা ইয়াসমিন সাধনার আপত্তিকর ভিডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে চলছে তোলপাড়। ইতোমধ্যে ডিসি আহমেদ কবীরকে ওএসডি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জামালপুর ছেড়েছেন তিনি। অন্যদিকে গা ঢাকা দিয়েছিলেন অফিস সহকারী সানজিদা ইয়াসমিন সাধনা।

তবে হঠাৎ করে আজ সোমবার সকলের চোখ ফাঁকি দিয়ে জেলা প্রশাসকের অফিসে হাজির হন তিনি। সকালে বোরখা এবং হিজাব পরিবর্তন করে হঠাৎ করে অফিসে হাজির হন। এ সময় তার হাতে একটি ছুটির দরখাস্ত দেখা যায়। সবার চোখ ফাঁকি দিয়ে অফিসে হাজির হলেও সাংবাদিকদের চোখ ফাঁকি দিতে পারেননি সাধনা।

ভিডিও বিষয়ে সানজিদা ইয়াসমিন সাধনা সাংবাদিকদের বলেন, ‘এসব কিভাবে হল আমি কিছুই জানি না। আমার আর বাঁচার ইচ্ছা নাই। তবে আমার সন্তানের জন্য আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান।’

তিনি আরো বলেন, ‘যারা ভিডিও ধারন করেছেন আমি তাদের বিচার চাই, তবে এতে ডিসি স্যারের কোনো দোষ নাই।’ এরপর সাধনা অফিসে একটি ছুটির দরখাস্ত দিয়ে চলে যান।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট বিকেলে ‘খন্দকার সোহেল আহমেদ’ নামের একটি পাবলিক ফিগার ফেসবুক পেজ থেকে জেলা পর্যায়ের সর্বোচ্চপদধারী এই সরকারি কর্মকর্তা তার অফিসেই একজন নারীর সঙ্গে অবৈধ মেলামেশার এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়। ফেসবুক আইডি থেকে এটি ভাইরাল হয়ে যাওয়ায় গত বৃহস্পতিবার বিকেল থেকে ব্যাপক হারে নজরে আসতে থাকে ফেসবুক আইডি ব্যবহারকারীদের কাছে। এদিকে শুক্রবার ভোররাত থেকে রহস্যজনক কারণে ওই আইডির ওয়াল থেকে ভিডিও লিংকটি সরিয়ে ফেলা হয়।