কিশোরগঞ্জে হত্যা চেষ্টা মামলায় একজন গ্রেপ্তার


স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জ জেলা কটিয়াদি উপজেলার বনগ্রাম ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের আলমগীর নামের এক ব্যক্তি কে গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।
সূত্র জানাই সেই আসামী এফ আই আর ওয়ারেন্ট ভুক্ত আসামি ছিলেন। গতকাল সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আসামি তার নিজ গ্রামের প্রতিবেশী অলিউল্লাহ অলি নামের এক ব্যক্তিকে দাঁড়ালো রামদা দিয়ে মারার উদ্দেশ্যে মাথায় আগাত করে। পরে সেই ব্যক্তি কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়। এরপর ভাই ইকবাল হোসেন বাদী হয়ে কটিয়াদি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় আলমগীর কে ১ নাম্বার আসামি করে আরো ৫ জনকে অজ্ঞাতনামায় রেখে একটি মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় আলমগীর কে গ্রেফতার করা হয় বলে জানায় কটিয়াদী মডেল থানা পুলিশ।