9:53 PM, 27 April, 2024

কিশোরগঞ্জে সামাজিক অবক্ষয় রোধে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে সামাজিক অবক্ষয়, মাদক ও বখাটেপনা রোধে শীর্ষক আলোচনা সভা পুরষ্কার বিতরণ হয়।

আজ বৃহস্পতিবার সকালে একতা ছাত্রবন্ধু খেলার ক্লাবের উদ্যোগে কিশোরগঞ্জ সদর উপজেলার কালটিয়া বাজারে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি এবং বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ক্লাবের প্রতিষ্ঠাতা রাজন আকন্দ এর উপস্থাপনায়, ইউপি সদস্য রুবেল আকন্দ এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত আলোচনা করেন কিশোরগঞ্জ গণগ্রন্থাগার অধিদপ্তর এর সহকারী পরিচালক আজিজুল ইসলাম সুমন।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পাবলিক লাইব্রেরির আজীবন সদস্য এ্যাড. আবু বাক্কার সিদ্দিক মিলন।

এছাড়াও আলোচনা করেন টুটিয়ারচর বাটাইল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মুর্শিদ আলী, জাঙ্গালিয়া কলেজ এর প্রভাষক নাদিমুল ইসলাম, বাংলাদেশের চর্যাপদ মুখস্থকারী একমাত্র ব্যক্তি জাকেরুল ইসলাম কায়েস, দেশেরবার্তা টুয়েন্টফোর ডটকমের নির্বাহী সম্পাদক এস এস মিজানুর মামুন সহ অনেকে।

অনুষ্ঠানে ২ শতাধিক ব্যক্তির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় শেষে আলোচনা সভা করা হয়। শেষে সদস্যদের মধ্যে কুইজ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *