সমসাময়িক কবি সৌরভ চন্দ্র পাল ‘র নীরবঘাতক


আমি নীরবঘাতক
– সৌরভ চন্দ্র পাল
তোমরা কি ভেবেছো আমি পলাতক ?
আমি শান্ত শিকারী, আমি নীরবঘাতক।
আমি সেই সুঁই, যার মাঝে আছে মৃত্যুর বিষ,
আমি সাপের মতো করি না সিস্ সিস্।
আমি তার বিচার করবো যে পায়নি সুবিচার,
অন্যায়কারী আমার থেকে পথ পাবেনা বাঁচার।
আমি মানবো না সমাজের কোনো মিথ্যে আইন,
আমি মিথ্যে আইনকে ধ্বংস করবো ফেলে মাইন।
যে করবে নির্যাতন,করবে যৌতুকের আদান প্রদান,
আমি তার বুকে বিদ্ধ করবো বিষাক্ত তীর ও বান।
আমি শাস্তি দিতে চাই যে করেছে নিষ্পাপ শিশুর হত্যা,
আমি মৃত্যুর দূত,তাই খুঁজে পাবে না আমার সত্তা।
আমি ধ্বংস করবো খারাপ কাজের সবধরনের উৎস,
আমি তাদের যে শাস্তি দিবো সেটা হবে খুবই বীভৎস।
আমি মা দুর্গার সেই সিংহ যে থাবা রাখবে অসুরের বুকে,
সমাজের বুকে সত্য প্রতিষ্ঠা হলে অন্যায় যাবে রুখে!