ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় এক ব্যবসায়ীর অর্থদণ্ড


টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধভাবে খাদ্যবান্ধব কর্মসূচীর চাউল ক্রয়ের অপরাধে আব্দুল হাকিম নামে এক চাউল ব্যবসায়ীকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৬ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিকরাইল বাজারের হাকিম এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কনক কান্তি দেবনাথ, উপজেলা ভূমি অফিসের নাজির ইমতিয়াজ কনক, থানা পুলিশের এসআই ফাহিম ফয়সাল সহ তার সঙ্গীয় পুলিশ ফোর্স।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম বলেন, উপজেলার নিকরাইল বাজারে অভিযান চালিযে খাদ্য বান্ধব কর্মসূচির চাউল কেনার অপরাধে হাকিম নামে এক চাউল ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় নগদ ১০ হাজার টাকা জরিমানা ও ২৫ কেজির ২ বস্তা চাউল জব্দ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Your article helped me a lot, is there any more related content? Thanks!