-
- বাংলাদেশ
- ঠাকুরগাঁওয়ে আয়কর মেলা-২০১৯ এর শুভ উদ্বোধন
- প্রকাশের সময় : ১৭, নভেম্বর, ২০১৯, ৪:৩৪ অপরাহ্ণ
- 34 বার শেয়ার
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
“সবাই মিলে দিব কর, দেশ হবে স্বনির্ভর” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে আয়কর মেলা-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে।
কর কমিশনারের কার্যালয়, সার্কেল ১৮,১৯ ঠাকুরগাঁও, কর অঞ্চল- রংপুর এর আয়োজনে ঠাকুরগাঁও উপ কর কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
অতিরিক্ত কর কমিশনার শেখ মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও -১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহাঃ মনিরুজ্জামান,
ঠাকুরগাঁও সার্কেল উপকর কমিশনার
মফিজুল ইসলাম ।
আরো উপস্থিত ছিলেন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাবিবুল ইসলাম বাবলু, সরকারি- বেসরকারি বিভিন্ন কর্মকর্তা, করদাতা গনসহ অন্যান্যরা
করদাতাদের আয়কর প্রদানে উৎসাহিত করে বক্তারা বলেন, দেশের উন্নয়নে আমাদের আয়করের গুরুত্ব অনেক। শিক্ষা বিভাগ, রাস্তাঘাট সহ দেশের বিভিন্ন ক্ষেত্রে সরকার যে হারে ব্যয় করে জনগণ যদি সঠিকভাবে আয়কর দেয় তাহলে প্রত্যন্ত অঞ্চল সহ সারা দেশের উন্নয়ন আরো দ্রুত বৃদ্ধি পাবে বলে জানান বক্তারা।
এই বিভাগের আরও খবর