লাখো লাখো মুসল্লিদের মোনাজাতে শেষ হল তারাকান্দি জলছা


কিশোরগঞ্জ অফিসঃ
লাখো লাখো মুসল্লিদের মোনাজাতে শেষ হল পীরে কামেল আলহাজ্ব হযরত মাওঃ আঃ হালীম হুছাইনী (র.) এর প্রতিষ্ঠিত তারাকান্দি জামিয়া হুছাইনীয়া আছ আদুল উলুম কওমী ইউনিভার্সিটি ময়দানে খতমে বুখারী শরীফ উপলক্ষ্যে আয়োজিত বার্ষিক ইছলাহী ও তালিমী জলছা।
প্রতি বছরের ন্যায় এবারেও লাখো লাখো মুসল্লিদের আগমনে মুখরিত ছিল তারাকান্দি অঞ্চল।
জলছাকে কেন্দ্র করে প্রতিটি রাস্থায় রাস্থায় এলাকাবাসীর ব্যবস্থপনায় ছিল চলাচলের দারুন সুবিধাদী।
চলা দুই দিন ব্যাপী তালিমী জলছা শেষে মঙ্গলবার সকাল ৯ টায় হাটাজারি মাদ্রাসার সিনিয়র মুফতি জসিম উদ্দিন দাঃবাঃ সাহেবের পরিচালনায় অনুষ্ঠিত হয় আখেরী মোনাজাত।
মোনাজাতে অংশ নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মুসল্লি।
জলছায় উপস্থিত সকল আশেকান, জাকেরান, মুরিদান ও আগত মুসল্লিদের বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছেন প্রতিষ্ঠানটির মুহতামিম ও হুজুরের সুযোগ্য নাতি আলহাজ্ব রশিদ আহমেদ জাহাঙ্গীর হুছাইনী।
অসুস্থ্য ব্যাক্তিদের জরুরী চিকিৎসা সেবায় কাজ করেছে ষোলোআনা ফাউন্ডেশন কিশোরগঞ্জ টিম। জলছা বাস্তবায়ন ও পরিচালনায় অংশ নিয়েছিল হুসাইনীয়া স্বেচ্ছাসেবী তওহীদি যুব সংঘের ৩৫ টির বেশি আঞ্চলিক শাখা ও ১৫০০ অধীক স্বেচ্ছাসেবক। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সংগঠনটির সাধারন সম্পাদক এনামুল হক।
হুজুরের বিভিন্ন কারামতি ও ইসলামী কর্মকান্ড নতুন প্রজন্মকে জানার আহবান ও বিভিন্ন কর্মকান্ড সবসময় প্রচারনার জন্য বিশেষ অনুরোধ জানান রাজন আকন্দ।