ফুলছড়িতে দুই মাদক ব্যবসায়ি আটক


আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় র্যাবের বিশেষ অভিযানে ফুলছড়ি উপজেলার হরিপুর বটতলা শান্তির মোড় থেকে রোববার রাতে ইয়াবাসহ দুজন কুখ্যাত মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ১ হাজার ৭৬৫ টাকা পাওয়া গেছে।
র্যাব জানায়, ইয়াবা ব্যবসায়িরা দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- ওই উপজেলার চন্দিয়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে কুখ্যাত ইয়াবা ব্যবসায়ি ও মাদক চক্রের মূলহোতা সোলায়মান সরকার (৪৬) ও একই উপজেলার উত্তর বুড়াইল উচারভিটা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রেজা মিয়া (৩০)।