কিশোরগঞ্জ সদরে “আমাদের বিন্নাটি” নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ


সম্প্রতির বন্ধনে আবদ্ধ, প্রতিটি নাগরিকের অধিকার সুনিশ্চিত করাই আমাদের অঙ্গীকার’— এ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করল কিশোরগঞ্জ সদর উপজেলায় “আমাদের বিন্নাটি” নামে একটি সম্প্রতি সংগঠন।
১১.৭.২৪ ইং রোজ বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জ জজ কোর্ট প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা ও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নবপ্রজন্মের মাঝে দেশাত্মবোধ ও মানবিকতার বিকাশ সাধন ও ৭ নং বিন্নাটি ইউনিয়নের প্রতিটি নাগরিকের সঠিক মূল্যায়নে কাজ করবে সংগঠনটি। আলোচনায় সংগঠনটির নাম প্রস্তাব করেন বিন্নাটি ইউনিয়ন যুব লীগের সিনিয়র সহ সভাপতি ও কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট মো: মহসীন আলী। কিশোরগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাব’র উপদেষ্টা এডভোকেট মো: হজরত আলী’র উপস্থিতে আলোচনায় অংশগ্রহণ করেন,” হৃদয়ে কিশোরগঞ্জ” সংগঠনের যুগ্ম আহ্বায়ক এডভোকেট মো: কোরবান আলী, এডভোকেট মো: শাহরিয়ার কবীর দীপু, এডভোকেট মো: হুমায়ুন কবীর, এডভোকেট মো: বজলুর রহমান, বঙ্গবন্ধু সৈনিক লীগ, কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মো: সারোয়ার আলম মাসুদ, বিন্নাটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো: ইব্রাহীম মোল্লা, কিশোরগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাব’র সাংগঠনিক সম্পাদক মো: আনোয়ারুল হক, “হৃদয়ে কিশোরগঞ্জ” সংগঠনের আহ্বায়ক সদস্য মো: কাদির, মো: আতাউর রহমান (বাবু), দূর্যয় সরকার, “পরেশ কিশোর গুপ্ত স্মৃতি কল্যাণ পরিষদ”র সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র সরকার সহ আরো অনেকেই।
মো. আলমগীর হোসেনকে সভাপতি ও পুলক কিশোর গুপ্ত কে সাধারণ সম্পাদক করে এগারো (১১) সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।