কুমিল্লার দেবিদ্বার রেয়াজ উদ্দিন স্কুলে স্কাউট এর বৃক্ষরোপণ


নিজস্ব প্রতিবেদক:
আজ ০৯ ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার কুমিল্লার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে স্কাউট দলের সমন্বয়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক মো: রবিউল ইসলাম এর নেতৃত্বে এসপিএল জাহিদুল ইসলাম সোহাগ, পিএল গোলাম রাসূল সামির স্কাউট মেম্বার্স ওমর ফারুক, ইয়াসিন হাসান রিমন,মারুফ রেজা,সিয়াম সরকার, ইয়াকিন সরকার, মাহাতাব হাসান,সামিরুজ্জামান,জুনাইদ, আরিয়ান রাকিব প্রমুখ।
দেশের বার্তাকে তারা বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে তারা বলে, “আমাদের দেশে যে পরিমান বনভূমি থাকা প্রয়োজন, আমাদের দেশের পরিস্থিতিতে তা ২৫% থেকে কমে গিয়ে ১২% এ এসে পৌঁছেছে।আমরা চাই,আমাদের দেখে সবাই উবুদ্ধ হয়।”