ভূঞাপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত


টাঙ্গাইলের ভূঞাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৩ জুন) সকালে গোবিন্দাসী ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন চকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এম.জি মাহমুদ ইজদানী। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ রেজাউল ইসলাম, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ ইকরাম উদ্দিন তারা মৃধা, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম আমিন, কোনাবাড়ি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক মোঃ নুরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আরজু প্রমুখ।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ইউপি সদস্য আব্দুর কাদের মন্ডল, লুৎফর রহমান, আব্দুল আলিম তালুকদার, আব্দুল লতিফ তালুকদার সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ন সম্পাদক শাহ্ আলম সরকার।
ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় প্রথমে বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে ভালকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যায়লয় চ্যাম্পিয়ন হয় এবং পরে কুকাদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ৯-৮ গোল ব্যবধানে হারিয়ে গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।