ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু


ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে প্রিতম (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়। আজ সোমবার পৌর শহরের টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায় সে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
জানা যায়, পৌর শহরের হলপাড়ার বাসিন্দা প্রিতম (১২) কয়েকজন বন্ধু নিয়ে পাশ্ববর্তী টাঙ্গন নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে প্রিতম পানিতে তলিয়ে যায়। এ সময় তার বন্ধুরা চিৎকার দিলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সে ওই গ্রামের সুমন রায়ের ছেলে। তার মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। এলাকায় শোকের ছায়া নেমে আসে।