আবাহনীকে উড়িয়ে দিল প্রাইম ব্যাংক


ঢাকা ডিভিশন প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) আবাহনী লিমিটেডকে উড়িয়ে দিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সোমবার (১৮ এপ্রিল) সুপার লিগের প্রথম ম্যাচে প্রাইম ব্যাংকের জয় ১৪২ রানে। এনামুল হক বিজয় ৮৫ বলে ৭৭ রান করে ম্যাচসেরা হয়েছেন।
৯ উইকেটে নির্ধারিত ৫০ ওভারে প্রাইম ব্যাংকের ২৭৩ রানের জবাবে ১৩১ রান তুলতেই সব কটি উইকেট হারিয়ে ফেলে আবাহনী। লক্ষ্য তাড়া করতে নেমে ৩৪ রান তুলতেই ৪ উইকেট খুইয়ে ফেলে তারা। ওপেনার জাকের আলি শূন্য, নাজমুল হোসেন শান্ত ৪, ডি সিলভা শূন্য ও লিটন কুমার ২৩ রানে বিদায় নেন। আফিফ হোসেন ৫ ও সাইফউদ্দিন ১১ রানে প্যাভিলিয়নে ফেরেন।
৬ জন ব্যাটার বিদায় নিলে মোসাদ্দেক হোসেন সৈকত খেলেন লড়াকু এক ইনিংস। অন্যরা উইকেটের মিছিলে থাকলেও স্রোতের বিপরীতে দাঁড়িয়ে হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। উইকেট হারানোর ৫৭ বলে আগে ৬৫ রান করেন তিনি। সৈকতকে ইয়াসিরের ক্যাচ বানান নাসির হোসেন।
বাকিদের মধ্যে শামিম হোসেন ৪, শহিদুল ইসলাম ১, তানভির ইসলাম ৭ ও আরাফাত সানি ২ রান করেন। প্রাইম ব্যাংকের হয়ে ৩টি করে উইকেট নেন রাকিবুল হাসান ও নাসির হোসেন। মেহেদী হাসান ও তাইজুল ইসলাম পান ২টি করে উইকেট।
এর আগে বিজয়ের ৭৭, মোহাম্মদ মিঠুনের ৪৩, শাহাদাত দিপুর ৩৮ ও মেহেদী হাসানের ৩৪ রানের ভর করে ২৭৩ রানের সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। বিজয় ৭৭ করতে ৮৫ বলে খেলেন ৭টি চার ও ৩টি ছয়ের মার। মিঠুন ৫৯ বলে খেলেন ৫টি চারের মার। আবাহনীর হয়ে ৩ উইকেট নেন সিলভা। ২টি উইকেট পান সাইফউদ্দিন। একটি করে উইকেট শিকার করেন আরাফাত সানি, শহিদুল ইসলাম, তানভির ইসলাম ও সৈকত।
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.