9:54 AM, 22 October, 2025

ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে বকনা জাতের গরু বিতরণ

inbound3706767693433562264
ঠাকুরগাঁওয়ে অতি দরিদ্র পরিবারের আর্থিক সাবলম্বীতায় বকনা জাতের গরু বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। গতকাল রোববার গোবিন্দনগর ইক্ষু খামার মাঠ প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপি’র আয়োজনে সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপত্বিতে বক্তব্য দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া, বিশেষ অতিথি জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো: আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. হেমন্ত কুমার রায়, ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার স্বপন মন্ডল, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মুনসুর আলী, সংরক্ষিত আসনের কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা, পৌর কাউন্সিলর দোলন কুমার মজুমদার, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক শাহীন ফেরদৌস, সংস্থার নীলফামারী এসিও’র লাইভলিহুড স্পেশালিস্ট সাগির আহমেদ, ঠাকুরগাঁও এপির প্রোগ্রাম অফিসার পারুল বেগম প্রমুখ।
এ সময় ৫০ জন অতিদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে একটি করে বকনা জাতের গরু বিতরণ করা হয়।

2 thoughts on “ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে বকনা জাতের গরু বিতরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *