ঘুমন্ত সন্তানকে জাগিয়ে মারধরের ভিডিও


ঘুমন্ত দুই সন্তানকে জাগিয়ে তোলে মারধরের ভিডিও করেন বাবা আলামিন সঙ্গে শিশুদের মাকে ভিডিও পাঠিয়ে শিশুদের হত্যার হুমকি দেন আলামিন।
ঘটনাটি ভাইরাল হলে নজরে আসে প্রশাসনের। শিশুদের উদ্ধারে বৃহস্পতিবার দিনভর নরসিংদীর রায়পুরায় অভিযান চালায় পুলিশ। রাতে সেহরি স্টেশন থেকে অভিযুক্ত বাবা ও দুই সন্তানকে উদ্ধার করা হয়।
স্বজনদের অভিযোগ আলামিন মাদকের টাকা নেওয়ার জন্য শিশুদের মারধরের ভিডিও করে সৌদি প্রবাসীর স্ত্রীকে পাঠান। নির্যাতনের কথা স্বীকার করে অভিযুক্ত জানান দাম্পত্য কলহের কারণে শিশুদের মারধর করেন সে।
সাত বছরের মুন্না ও চার বছরের মুন্নিকে উদ্ধারের পর পুলিশ সুপার জানান অভিযুক্ত উপরে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সংসারে সচ্ছলতার জন্য সাকিনা তার দুই সন্তানকে বাবার কাছে রেখে সাত মাস আগে পাড়ি জমান সৌদি আরবে।