বড় দরপতন, সর্বনিম্ন লেনদেন পুঁজিবাজারে


স্টাফ রিপোর্টারঃ
দিনের শুরুটা হয়েছে পতন দিয়ে, শেষটাও বড় রকমের পতনের মধ্য দিয়েই পার করেছে আজ বুধবারের (৩ মার্চ) শেয়ারবাজার।
আজ বুধবার (৩ মার্চ) ডিএসইতে ৬৫৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৪২ কোটি ৮৫ লাখ টাকা কম। এর আগে ডিএসইতে এর চেয়ে কম লেনদেন হয়েছিলো গত বছরের ২১ ডিসেম্বর, সেদিন লেনদেন হয়েছিলো মাত্র ৬৫২ কোটি ১ লাখ টাকা।
বাজার সংশ্লিষ্টরা বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ নিয়ে একটি গোষ্ঠী বাজারে বিভিন্ন গুজব ছড়িয়ে ফায়দা লুটছে। এবং বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৯৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৭০ পয়েন্টে।
একই দিনে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৮৩২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২১৪, অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।
এ বাজারে লেনদেন হয়েছে ২৪ কোটি ৮১ লাখ ৭ হাজার ৭৭৪ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হ