1:46 PM, 19 September, 2025

রাজধানীর নিউমার্কেট-নীলক্ষেত এলাকায় অগ্নিকাণ্ড: দু ডজনেরও বেশি দোকান পুড়ে গেছে

274108337_1682998652091802_5359324755674958927_n

মো: অলিউর রহমান লিমন, ঢাকা (বিভাগীয়) প্রতিনিধিঃ রাজধানীর নীলক্ষেতে বইয়ের বাজারে আগুন লেগে অর্ধ শতাধিক এর বেশি দোকান পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত পৌনে আটটার দিকে সেখানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনের লেলিহান শিখায় নীলক্ষেত এলাকার আকাশ কালো হয়ে যায়।

একটি বইয়ের দোকানের মালিক শাহিন বলেন, মার্কেটের ভেতরের অন্তত ১০ সারি দোকান পুড়ে গেছে বলে তাঁরা আশঙ্কা করছেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, আগুনে ৩০ থেকে ৩৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তাঁদের ধারণা। তিনি বলেন, মার্কেটের দোতলা থেকে আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। সেখানে কোনো একটি দোকানে বৈদ্যুতিক কিছু চালিয়ে রাখা হয়েছিল। সেখান থেকেই আগুন লাগতে পারে।

ঘটনাস্থলে উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী বলেন, নিচতলার একটি দোকানে মেরামতের কাজ চলছিল। হঠাৎ সেখানে আগুনের ফুলকি দেখতে পান। দোকান থেকে কেউ একজন চিৎকার করে বলেন, কার্ট আউট নামা। এর পরপরই আগুন ছড়িয়ে পড়ে। নিউমার্কেট-নীলক্ষেত এলাকায় আজ সাপ্তাহিক ছুটির দিন। এই কারণে বইয়ের বাজারসহ অন্যান্য দোকান বন্ধ থাকে। কিন্তু বই বিক্রির মৌসুম হওয়ায় আজও বইয়ের দোকান খোলা রাখা হয় বলে একাধিক ব্যবসায়ী জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *