লাখো মুসল্লির আমীন আমীন ধ্বনিতে শেষ হলো তারাকান্দি জলছা

প্রতি বছরের মতো এবারো পীরে কামেল মরহুম আব্দুল হালিম হুসাইনী (রঃ) এর প্রতিষ্ঠিত জামিয়া হুসাইনীয়া আছআদুল উলুম কওমী ইউনিভার্সিটি ময়দানে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হল কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দির সর্ববৃহৎ ৫৪ তম ইছলাহী ও তালিমী জলছা।
খতমে বোখারী শরীফ উপলক্ষে দুদিনব্যাপী এ জলছায় তারাকান্দি জামিয়া হুছাইনিয়া আছ-আদুল উলুম কওমী ইউনিভার্সিটি এর মুহতামিম মাওলানা রশিদ আহমাদ জাহাঙ্গীর হুছাইনী এর সভাপতিত্বে ২০ ও ২১ ফেব্রুয়ারি ২০২২ ইং রোজ রবিবার ও সোমবার আন্তর্জাতিক ও দেশবরেণ্য ওলামায়ে কেরামবৃন্দ কোরআনের তাফসীর ও ইসলামী আলোচনা করেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় আখেরি মোনাজাতে লাখো মানুষের আমীন আমীন ধ্বনির মধ্যদিয়ে জলছার সমাপ্তি হয়।
এ বছর জলছায় প্রায় ৪ থেকে ৫ লাখ ধর্মপ্রান মুসল্লির সমাগম হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এবারের জলছা আয়োজনে ও পরিচালনায় প্রতিবছরের মতো হুসাইনিয়া স্বেচ্ছাসেবী তৌহিদী যুব সংঘের ৪০ টি আঞ্চলিক শাখা সহ প্রায় ৩ হাজার স্বেচ্ছাসেবক কাজ করেছে। জলছায় সার্বিক নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সার্বক্ষনিক পর্যবেক্ষণ এর জন্য সিসি ক্যামেরায় আশপাশ নিয়ন্ত্রণ করা হয়েছিল।
জলছায় আখিরী মোনাজাত পরিচালনা করেন চট্রগ্রাম হাটহাজারীর পীরে কামেল আলহাজ হজরত মাও. মুফতি জসিম উদ্দিন।