4:45 PM, 3 July, 2025

কন্যা’ পেল ইনক্লুসিভ বিজনেস মডেল সম্মাননা

Picture1626739290373

কন্যা, (নারী স্বাস্থ্যে ডিজিটাল সেবা প্রদানের অনলাইন মাধ্যম)ডাচ-বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিবিসিসিআই) ও এসএনভি নেদারল্যান্ডস ডেভলপমেন্ট অর্গানাইজেশন যৌথভাবে নেদারল্যান্ডস সরকার দ্বারা সমর্থিত ইনক্লুসিভ বিজনেস মডেল হিসাবে ভূষিত হয়েছে।

১৭ জুলাই, শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান ও ডাচ্-বাংলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই)এর সভাপতি মো. আনোয়ার শওকাত আফসার ‘কন্যা’র প্রতিষ্ঠাতা মুনতাসির কবির, সহ-প্রতিষ্ঠাতা কানিজ ফাতিমা ও আবিজার কাপাদিয়ার হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।অনুষ্ঠানে বিভিন্ন চেম্বার, এনজিও, আন্তর্জাতিক সংস্থা, সরকারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কন্যার মাধ্যমে যে কোনও বয়সী নারী সহজেই পেতে পারেন স্বাস্থ্য বিষয়ক যে কোন তথ্য। এমনকি নিজের ব্যক্তিগত স্বাস্থ্য সহযোগী হিসাবেও কন্যা আপনাকে সহায়তা প্রদান করবে।

কন্যা মেয়েদের পিরিয়ড ট্র্যাক করে সময়মত রিমাইন্ডার দেয়া থেকে শুরু করে বিভিন্ন সময় সম্ভাব্য বিভিন্ন অনুভূতি, বয়স অনুযায়ী শারীরিক ও মানসিক লক্ষণ সমূহের কারন ও ব্যাখ্যা, একান্ত নিজস্ব স্বাস্ত্য লক্ষণসমূহ রেকর্ড করা এমনকি নিয়মিত ওষুধ খাওয়া মনে করিয়ে দেয়া পর্যন্ত করে থাকবে।

কন্যা একই সাথে বয়স অনুযায়ী খাদ্যাভ্যাস, জীবন যাত্রার ধরন, নারীদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সংবাদ, রিপোর্ট, গবেষণা ইত্যাদি বিষয়েও নতুন নতুন গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকবে। এছাড়া নিকটবর্তী হাসপাতাল, ডাক্তার, মেডিসিন কর্ণার সহ স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য বিষয়ে তথ্য প্রদান এবং হেলথ ডিরেক্টরি হিসাবে কাজ করবে কন্যা । মেয়েদের স্বাস্থ্য বিষয়ে সাজেশন, রিমাইন্ডার, টিপস এবং সারাসরি ডাক্তার এর সাথে যোগাযোগ করার একটি পূর্ণাঙ্গ  সমাধান “কন্যা”।

এসএনভি নেদারল্যান্ডস ডেভলপমেন্ট অর্গানাইজেশন এবং বিডিসিসিআইয়ের সহায়তায় বাংলাদেশের গার্মেন্টসগুলোর নারীকর্মীদের জন্য নিবেদিতভাবে পরিষেবা প্রদান এবং ভবিষ্যতে নারীদের ডিজিটাল স্বাস্থ্য সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ স্বাস্থ্য খাতে নিরলসভাবে কাজ করে যাবে ‘কন্যা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *