কবি একে আজাদ এর কবিতা ” দূর্বাঘাস আমি “


দূর্বাঘাস আমি- একে আজাদ
আমি পথের ওই দূর্বাঘাস
কী ভালো কী মন্দ
কত পথিকই না আমাকে পদদলিত করে যায়
চুপসে গিয়ে আবার উচ্চ করি শির।
আমি রক্তাক্ত হৃদয়ে ভেষজের কাজ করি
থামিয়ে দেই রক্তক্ষরণ!
আমি ক্ষুধার জ্বালায় পেটের পীড়ায় পীড়িতদের বিলাই আমার রস।
অতি ক্রোধে রোগে বা শোকে
চর্ম বা অন্তর যার পুড়ে
আমি সমান তালে লেপটে যাই তার সাথে
আমি পথের ওই দূর্বাঘাস!
অনাদরে রেখোনা আমায়
ক্ষুদ্র হলেও বিলিয়ে দিই
হে ভাই তোমার কল্যাণে
সদা নিজেকে।