1:43 AM, 22 October, 2025

মুরাদনগরে ১০০ জন ইমাম পেল ইউসুফ হারুন এমপির ঈদ উপহার

muradnagar comilla 06-05-2021 pc1

কুমিল্লার মুরাদনগরে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে হারুনুর রশিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’র নিজস্ব অর্থায়নে উপজেলার ১০০ জন ইমামদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার করিমপুর জামিয়া ইসলামিয়া মহিউসসুন্না মাদ্রাসায় এ ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরনের আগে দোয়া অনুষ্ঠিত হয়। দেশ-জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা সহ স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেনে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মুফতি দ্বীন মোহাম্মদ আশ্রাফ। মোনাজাতের আগে সাংসদ ভিডিও কনফারেন্সে ইমাম সাহেবদের সাথে কথা বলে তাদের সার্বিক খোঁজখবর নেন।
এসময় বাঙ্গরা বাজার থানা আওয়ামী কৃষকলীগের আহ্বায়ক আবু মুছা আল কবির, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মোঃ হাসান মিয়া, ব্যবসায়ী জয়নাল আবেদীন, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ বিল্লাল হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *