5:39 PM, 22 October, 2025

সুশান্তের মৃত্যু, রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা

untitled-5_77

গত সপ্তাহে বলিউড তারকা সুশান্তের মৃত্যুর ঘটনায় করণ জোহর, একতা কাপুর, সালমান খান, সঞ্জয়লীলা বনশালি সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এবার সুশান্ত সিং রাজপূতের মৃত্যুর ঘটনায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

জিনিউজের প্রতিবেদন বলছে, বিহারের পাটাহি এলাকার এক বাসিন্দা রিয়ার বিরুদ্ধে এই মামলা করেছেন। আগামী ২৪ জুন এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

এই নিয়ে বিহারের মুজাফরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে দ্বিতীয় পিটিশন দায়ের হল।

রিয়ার বিরুদ্ধে সুধীর কুমার ওঝা সুশান্তকে আর্থিক ও মানসিক ভাবে শোষণের অভিযোগ এনেছিলেন। রিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ (আত্মহত্যায় প্ররোচনা) ও ৪২০ (প্রতারণা) ধারায় মামলা দায়ের হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *