12:44 AM, 22 October, 2025

সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়-গোয়েন্দা দপ্তরে ইয়েমেনের হামলা

yahya-saree

সৌদি আরবের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসানরুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী। দেশটির  প্রতিরক্ষা মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থার সদর দপ্তর ও কিং সালমান বিমান ঘাঁটিতে ওই হামলা করা হয়। ২৩ জুন, মঙ্গলবার ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এই তথ্য নিশ্চিত করেন।

ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন আরব জোটের বর্বর ও রক্তক্ষয়ী আগ্রাসনের জবাবে এই হামলা চালায় দেশটির সেনাবাহিনী। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম পার্সটুডে।

এ বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানান, সৌদি আরবের গভীরে হামলার জন্য তারা ব্যালিস্টিক ও পাখাযুক্ত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছেন। রাজধানী রিয়াদের আরো কিছু সামরিক ঘাঁটি ও দক্ষিণাঞ্চলীয় নাজরান এবং জিজান প্রদেশের অনেকগুলো অবস্থানে হামলা চালানো হয়েছে।

ইয়েমেন সেনাবাহিনীর এই মুখপাত্র আরো জানান, ইয়েমেনের ওপর সৌদি আরব যে বর্বর আগ্রাসন চালাচ্ছে এবং অন্যায় অবরোধ দিয়ে রেখেছে তার জবাবে আজকের হামলা চালানো হয়। সৌদি আরবের আগ্রাসন বন্ধ এবং অবরোধ অবসান না হওয়া পর্যন্ত এমন হামলা আরো হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *