5:45 PM, 19 September, 2025

রাণীশংকৈলে আরো একজন করোনায় আক্রান্ত

coronavirus-1343

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ১৮ এপ্রিল শনিবার আরো একজন ২৮ বছর বয়সী যুবকের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এদিন বিকেলে জেলা সিভিল সার্জন ডা: মোঃ মাহফুজার রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে রাণীশংকৈলে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো দুই জনে।

গতকাল ১৭ এপ্রিল নতুন করে রাণীশংকৈলে একজন করোনা রোগী সনাক্ত হয়। ১৮ এপ্রিল আবারও রাণীশংকৈলে একজন করোনায় আক্রান্ত ব্যক্তি সনাক্ত হলো।

রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডা: ফিরোজ আলম জানান, গতকালের পর আজ আরো একজনের নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তির বয়স ২৮ বছর।

সে রাণীশংকৈল উপজেলার উত্তরগাঁ এলাকার বাসিন্দা। ধারণা করা হচ্ছে সে নারায়ণগঞ্জ থেকে রাণীশংকৈল উপজেলায় এসেছে।

এ নিয়ে উপজেলায় এক শিশুসহ দুইজন করোনায় আক্রান্ত হলো। তাদের দু’জনকেই আইসোলুশনে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *