9:10 AM, 11 July, 2025

ক‌রোনা ভাইরাস স‌চেতনতায় মিরপু‌রে মাস্ক বিতরণ ক‌রে‌ছে ষো‌লোআনা ফাউ‌ন্ডেশন

FB_IMG_1585332163113

ক‌রোনা ভাইরাস স‌চেতনতায় মিরপু‌রে মাস্ক, সার্জিক্যাল গ্লাভস, সা‌র্জিক্যাল ক্যাপ ও অন্যান্য সামগ্রী বিতরণ ক‌রে‌ছে স্বেচ্ছা‌সেবী সংগঠন ষো‌লোআনা ফাউ‌ন্ডেশন।

চীন থে‌কে সনাক্তকৃত ক‌রোনা ভাইরাস (COVID-19) সারা‌বি‌শ্বে এক মহামারী আকার ধারণ ক‌রে‌ছে। বাংলা‌দে‌শেও এ রো‌গের সংক্রমণ খুব দ্রুত ছ‌ড়ি‌য়ে পড়ায় সতর্কতা স্বরুপ প্র‌য়োজনীয় ব্যবহার্য জি‌নিসপত্র সু‌বিধা ব‌ঞ্চিত, অস‌চেতন ও দোকানী‌দের মা‌ঝে এসব বিতরণ করা হয়।

‌ষো‌লোআনা ফাউ‌ন্ডেশন ক‌রোনা ভাইরাস রো‌ধে এ কার্যক্রম ছাড়াও বি‌ভিন্ন কার্যক্রম প‌রিচালনা করছে ব‌লে জানান সংগঠ‌নের সহযোগী প্রতিষ্ঠাতা ও অর্থ সম্পাদক আ‌রিফুল ইসলাম প্রিন্স।

দে‌শের এই সংকটময় মূহু‌র্তে সমা‌জের প্রভাবশালি‌দের সতর্ক থে‌কে সবার জন্য এ‌গি‌য়ে আসার অনুরোধ জানান সংগঠন‌টির তথ্য ও প্রযু‌ক্তি বিষয়ক সম্পাদক এবং দে‌শেরবার্তা টো‌য়ে‌ন্টি‌ফোর ডটক‌মের প্রকাশক ও ব্যবস্থাপক ই. এ. মোঃ রাজন মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *