4:16 PM, 3 July, 2025

‌কি‌শোরগ‌ঞ্জে ক‌রোনা ভাইরাস স‌চেতনতায় বাজা‌রে বাজা‌রে ক্যা‌ম্পেইন

IMG_20200323_224520

কি‌শোরগ‌ঞ্জে ক‌রোনা ভাইরাস স‌চেতনতায় বাজা‌রে বাজা‌রে ক্যা‌ম্পেইন।

আজ সন্ধ্যায় ঘটিকায় কিশোরগঞ্জ সদর উপজেলা বিন্নাটি ইউনিয়ন কালটিয়া ও কয়ারখালী বাজারে করোনা সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়।
সেই সা‌থে জনসচেতনতায় বিন্নাটি বাজার থেকে চৌদ্দশত, কামালিয়াচাপরা, কোদালিয়া, কোদালিয়া চৌরাস্তা, আশুতিয়া, রামপুর, চরপুমদী বাজার, নতুন জেলখানা মোড় ও মারিয়া বেসিক শিল্প নগরীতে মাইকিং এর মাধ্য‌মে প্রচার কর‌ছে স‌চেতনায় সবার করণীয়তা।

জনসচেতনতা লিফলেট বিতরণে বি‌শেষ সহ‌যোগীতা ক‌রেন হো‌সেনপুর উপ‌জেলা বিএন‌পির যুগ্ন সাধারন সম্পাদক আহসান কবির শামীম সরকার।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদল নেতা মুক্তার হোসেন মুক্তার ও কালটিয়া ওয়ার্ড বিএনপি সভাপতি মেহেদী হাসান, নজরুল, কয়ারখালীর বিশিষ্ট সমাজ সেবক হযরত আলী মঙ্গল পাঠাবুকার বিশিষ্ট সমাজ সেবক দ্বীন মোহাম্মদ, বিন্নাটি ইউনিয়ন ছাত্রদল নেতা রকিবুল হাসান রিপন, মোঃ রাসেল মিয়া বিন্নাটি ইউনিয়ন বিএনপি নেতা জামাল উদ্দিন জামাল ও বিন্নাটি ইউনিয়ন যুবদল নেতা হানিফ সহ আরো অনেকে

ক‌রোনা ভাইরাস এখন এক আতং‌কের নাম। গ্রা‌মের বে‌শির ভাগ মানুষ এ স‌চেতনতা সম্প‌র্কে না জানায় অ‌নে‌কেই অস‌চেতনতায় দিন কাটা‌চ্ছে। এমন উ‌দ্যোগ সবাই‌কে স‌চেতন কর‌বে এমনটাই ম‌নে ক‌রেন স‌চেতনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *