11:07 AM, 3 July, 2025

মঙ্গলবার থেকে সারাদেশে সেনা মোতায়েন

resize-350x300x1x0-image-139355-1584963188

মঙ্গলবার থেকে সারাদেশে সেনা মোতায়েন করা হচ্ছে। তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ২৩ মার্চ, সোমবার বিকেলে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

এসময় তিনি আরো জানান, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সরকারের সব অফিস-আদালতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তার সামনে পেছনে ২৬ মার্চের ছুটি ও নিয়মিত ছুটি মিলে ৪ এপ্রিল পর্যন্ত ১০ দিন ছুটি হচ্ছে।

তিনি আরো বলেন, ‘কাঁচাবাজার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হাসপাতালসহ জরুরি সেবা বিভাগগুলো এই ঘোষণার আওতায় থাকবে না।’

এসময় তিনি আরো বলেন, সরকারি অফিস বন্ধ থাকলেও খোলা থাকবে হাসপাতাল, জরুরি সেবা। সীমিত আকারে চলবে গণপরিবহণ।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে এ পর্যন্ত ৩ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ডাক্তার-নার্সসহ ৩৩ জন।

ইতোমধ্যে দেশের সব স্থানের জনসমাগম কমিয়ে ফেলার নির্দেশনা দিয়েছে সরকার। বন্ধ করে দেয়া হয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সবধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। সব ধরণের ধর্মীয়, সামাজিক অনুষ্ঠানের উপরেও দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। বন্ধ করে দেয়া হয়েছে ভ্রমণ স্থানগুলোও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *