12:04 AM, 22 October, 2025

ঠাকুরগাঁওয়ে করোনা প্রতিরোধ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

FB_IMG_1584008314942

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম  এর সভাপতিত্বে করোনা প্রতিরোধ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার ১২.০০ ঘটিকায় ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের এর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কে করোনা প্রতিরোধ সংক্রান্ত মতবিনিময় সভায়  উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা (রাজস্ব) মো: আমিনুল ইসলাম ।ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার ।
আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ,  ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহাবুব আলম খোকন , ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় সহ ঠাকুরগাঁও জেলার সকল পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,প্রেস কাবের সভাপতি মুনসুর আলী সহ সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা গণ সহ সকল জিও এবং এনজিওর প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন ।
মতবিনিময় সভায় ঠাকুরগাঁও সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: সুব্রত কুমার সেন সচেতনতা মূলক নির্দেশনা প্রদান করেন ।