নবাবগঞ্জে সামাজিক শান্তি ও সম্প্রীতি রক্ষায় কর্মশালা অনুষ্ঠিত


এম এ সাজেদুল ইসলাম(সাগর)
নবাবগঞ্জ,(দিনাজপুর) প্রতিনিধিঃ
সংঘাত নয় শান্তি চাই এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে সামাজিক শান্তি ও সম্প্রীতি রক্ষায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল সোমবার সকাল ১১টায় শুরু হওয়া দিন ব্যাপি দাউদপুর সিসিডিবি অফিস সভাকক্ষে সিসিডিবি-সিপিআরপি এর আয়োজনে দাউদপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক মি.রতন কুমারের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় সিসিডিবির প্রোগ্যাম অফিসার পাস্ত্রাস মুর্মু এর উপস্থাপনায় প্রশিক্ষক সিসিডিবির জয়মনি সিংহ,সিসিডিবির এরিয়া ম্যানেজার পার্থ প্রতিম সেন, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাসিম উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। কর্মশালায় সুশীল সমাজের নেতৃবৃন্দ,শিক্ষক,ধর্মীয় গুরু,সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন ।