চলছে বিএনপি’র হরতাল

ছবিটি আজ সকালে কারওয়ান বাজার এলাকা থেকে তোলা।

রাজধানীতে বিএনপি’র ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে গতকাল ১ ফেব্রুয়ারি, শনিবার সন্ধ্যায় এ হরতাল আহ্বান করে দলটি। আজ রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই হরতাল।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন। তিনি বলেন বলেন, ‘আমরা এই নির্বাচনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। এর প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।’
এসময় ঢাকাবাসী তাদের অধিকার রক্ষার জন্য এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য সহযোগিতা করবে বলেও আশা ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।
এদিকে হরতালের সমর্থনে রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রবিবার সকালেই অবস্থান নেন দলীয় কিছু নেতাকর্মী। তারা বিক্ষোভ-মিছিল করেন।
এ হরতাল স্বতঃস্ফূর্তভাবে পালিত হচ্ছে বলে সেখানে দাবি করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, “সরকার বিএনপি’র হরতালকে বিতর্কিত করার চেষ্টা করেছে। জনগণ বিএনপির দাবির প্রতি সমর্থন প্রকাশ করেছে।”
এসময় দলীয় কার্যালয়ের সামনে প্রতীকী ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) পোড়ানো হয়।