ক্রিকেটার, সেনানায়ক শেষমেশ পরিচালক ধোনি!


বিশ্বকাপের পর আর্মির সঙ্গে ট্রেনিং করার জন্য ক্রিকেট থেকে দু’মাসের ছুটি নিয়েছিলেন। এবার সেই আর্মি অফিসারদের উপরই সিরিজ প্রডিউস করতে চলেছেন। যে সিরিজে দেখানো হবে আর্মি অফিসারদের জীবন। ধোনির সঙ্গে যৌথভাবে এই ছবি বানাবে স্টুডিও নাইন। প্যারাশুট রেজিমেন্টে এমএস ধোনি সম্মানীয় লেফ্টেনেন্ট কর্নেলের পদে রয়েছেন। এবার তিনিই সেই জীবনকে তুলে আনতে চাইছেন ছোট পর্দায়।
ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, এই শো-টিতে দেখানো হবে পরম বীর চক্র ও অশোক চক্র পাওয়া আর্মি অফিসারদের জীবন। সব কিছু ঠিক থাকলে এই শো ২০২০ এ মুক্তি পাবার কথা রয়েছে। উক্ত সিরিজে দেখা যাবে মিলিটারি অফিসারদের জীবনের ব্যক্তিগত গল্প। এই সিরিজের মাধ্যমে ধোনি সেই সব মানুষদের জীবন সামনে নিয়ে আসতে চান যারা দেশের স্বার্থে কাজ করেন। এতে সঞ্চালকের ভূমিকায় দেখা যেতে পারে ধোনিকে।
এই মুহূর্তে শো-এর স্ক্রিপ্ট তৈরির কাজ চলছে, এবং শুটিং শুরু করার জন্য যা যা নিয়ম মেনে প্রয়োজন সেই কাজও চলছে।
এসবের বাইরে বেরিয়ে ধোনির ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছেই। বিশ্বকাপের পর থেকে তাকে আর দেশের জার্সিতে খেলতে দেখা যায়নি। তার পর তিনটি সিরিজ খেলে ফেলেছে ভারত। চতুর্থ সিরিজ চলছে। এখনো পর্যন্ত ভারতীয় দলে দেখা যায়নি তাকে।