2:16 AM, 13 March, 2025

আমার শরীরের মাপটাই বেশি দেখানো হয় : ইলিয়ানা

ileana-dcruz_0

বলিউডে পা রাখার আগে দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন ইলিয়ানা ডি’ক্রুজ। তার ক্যারিয়ারের ৯০ শতাংশ ছবিই সুপারহিট। নায়িকা হিসেবে তার পরিচিতিও বেশ ভালোই। খবর এনডিটিভির।

সম্প্রতি বলিউড নায়িকা অভিযোগ করেন, তার কিশোরী বয়স থেকেই শরীরের মাপ নিয়ে নানা কটূক্তির শিকার হতে হয়েছে। শরীর নিয়ে নানা ধরনের কথা শুনতে হয়েছে তাকে। এমনকী নারী হওয়ার কারণেও নানা রকম কথা শুনতে হয়েছিল তাকে। একই সঙ্গে তাকে বেশ কিছু অপেশাদার মানুষের সঙ্গে দীর্ঘদিন কাজ করতে হয়েছে।

তার অভিযোগ, অনেক সময়ই তিনি দেখেন ছবিতে তার শরীরের বিভিন্ন অংশের মাপ বাড়িয়ে দেয়া হয়েছে। কিন্তু সত্যি সেই মাপ তার নয়, ভিন্ন উদ্দেশ্যে আমার শরীরের একাধিক অংশ বড় করে দেখানো হয়।

উল্লেখ্য, ইলিয়ানা ছবিতে বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি ফিগারের জন্যও বরাবর প্রশংসিত হয়েছেন।