10:35 AM, 11 July, 2025

ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপোতে খেলা আর নাচে ব্যস্ত দেশিয় রোবট

untitled-1_5535

সহকারী সম্পাদক:

৩ দিন ব্যাপী রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০১৯’ ।

মেলায় ঢুকে দ্বিতীয় তলায় যাওয়ার সাথে সাথেই দেখা মেলে বেশ কয়েকটি স্টল। যেখানে  দেশের তৈরি রোবট ব্যায়াম, খেলাধুলা ও নাচ করছে। একটা সময় রোবট মানেই বিদেশী কিছু ভাবতে হত। কিন্তু ডিজিটাল বাংলাদেশে আমাদের দেশেও যে সুফিয়ার মত রোবট তৈরী হতে পারে তা রোবট “লি” কে না দেখলে বুঝা যাবেনা। বাংলা বর্ণের হারারো  অক্ষর লি এর নামে আবারো ফিরে এসেছি রোবট হয়ে স্লোগানে আইসিটি ডিভিশনের অর্থায়নে লি কে তৈরী করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র।

তাছাড়া  ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের তৈরি করা রোবটটি কথাও বলতে পারে। দুইটি রোবট এক হয়ে ফুটবল খেলাও করছে। প্রতিষ্ঠানটি জানায়, এই রোবটগুলাে এডুকেশন ও বিনোদন রোবট। এইগুলাে আনা হয়েছে চীন থেকে। তবে প্রােগ্রামিং করা নিজেদের।

শিক্ষার্থীদের রোবট শিখানোর কাজে এই রোবট ব্যবহার করা হয়।