আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ


গাইবান্ধা জেলা প্রতিনিধি:
বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার প্রতিবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজ ৯ অক্টোবর বুধবার দলীয় কার্যালয়ে সামনে থেকে গাইবান্ধা জেলা ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় পুলিশ মিছিলে বাধা দেয়। পরে ছাত্রদলের নেতাকর্মীরা দলীয় কার্যলয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ সমাবেশ চলাকালে জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আহাদ আহমেদ। এসময় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক তারেকুজ্জামান তারেক, ছাত্রনেতা খন্দকার আমির হামজা, মিরাজুজ্জামান রবিন, মারুফ প্রামানিক, আসিফজ্জামান ছোটন, সুজন পাটোয়ী, সাইফুল ইসলাম শাওন প্রমুখ।
বক্তারা বলেন, বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগের সন্ত্রাসীরা হলের ভেতরে প্রকাশ্যে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে। আমরা যখন এই নির্মম হত্যার প্রতিবাদে রাস্তায় নামলে পুলিশ তখন বিক্ষোভ মিছিলে বাধা দেয়। এর চাইতে লজ্জার আর কি থাকতে পারে।
তারা আরও বলেন, বেগম খালেদা জিয়াকে এ সরকার মিথ্যা মামলায় জেলখানায় বন্দি করে রেখেছে। এদেশে কাউকে কথা বলতে দেয়া হয়না। আজ দেশের মানুয়ের উপর অন্যায়ভাবে নির্যাতন, জুলুম, হত্যা চালানো হচ্ছে। তারা সমাবেশ থেকে বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি জানান।