পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে নিহত একজন


রাকিব হাসান, পাকুন্দিয়া:
পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে নিহত একজন। পিতা সহ আহত পাঁচ জন কিশোরগন্জের পাকুন্দিয়ায় বাড়ির সিমানা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের অাঘাতে মোখলেছুর রহমান (৩৫) নিহত, পিতা ও অন্তঃসত্ত্বা চাচী সহ আহত ৫ জন। নিহত মোখলেছুর রহমান সুখিয়া ইউনিয়নের ঠোটার জঙ্গল গ্রামের আঃ কাদিরের ছেলে। এক ভাই চার বোনের মাঝে মোখলেছুর রহমান ছিল ২য় সন্তান। স্হানীয় সূত্রে জানাগেছে, মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৭ ঘটিকার সময় সীমানা নির্ধারণ না করে পাকা ঘরের শুরু করেন পাশের বাড়ির মৃত মতি মিয়ার মেয়ে সালমা। মোকলেছুর রহমান ঘর তৈরিতে বাধা দেয়ায় সালমার চাচা এবং চাচাতো ভাই মিলে অতর্কিতভাবে হামলা করে মোখলেছুর রহমানের উপর।নিহতের বাবা আঃ কাদির এসে জিজ্ঞাস করেন কেন তার ছেলেকে মারপিট করতেছে তখন তারা ক্ষোব্ধ হয়ে তাকেও পিটিয়ে গুরুতর আহত করে। গুরুতর অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নিয়ে আসা হয় এবং বুধবার(৯ সেপ্টেম্বর)ভোর ৫টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। সালমা বেগম তার তার পৈত্রিক ভিটায় ঘর উঠানোকে কেন্দ্র করে তার চাচা ও চাচাতো ভাইদেরকে নিহতের পরিবারের দিকে উস্কিয়ে দিয়ে এই ঘটনা ঘটান। আহতরা হলেন মৃত আবুল হাসেমের ছেলে এবং নিহত মোখলেছুর রহমানের পিতা কাদির(৬৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মূত্যর সন্নিকটে। তাঁর ছোট ভাই আঃ হালিম(৫৫) হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। আঃ ছালাম উরফে জমশেদ(৫০) মাহতাব উদ্দিন(৩৫) কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন। সবুজ মিয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী নিহতের চাচী জোসনা আক্তার(৩২) আহত হয়ে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন। সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু বলেন, অনেক দিন ধরে এই দুই পরিবারের জমি সংক্রন্ত বিবাদ চলছে। স্হানীয় ভাবে নিস্পত্তি করে ঘরের কাজ করার কথা বলা হয়েছিল কিন্তু তাহা না করেই বলপ্রয়োগের মাধ্যমেই ঘরের কাজ করা নিয়েই ঝরে গেল একটি তাজাপ্রান। পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান বলেন, জায়গার বিরোধ নিয়ে মোখলেছুর রহমান নিহত হন। মামলার প্রস্ততি নেয়া হচ্ছে। মামলা হলেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।