9:57 PM, 12 November, 2025

এবার রাজধানীর বনানীতে আগুন

55627720_836334496711781_5848504486481362944_n

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে টাওয়ারের ৮ বা ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। এছাড়া শকসার্কিট থেকে আগুন লেগেছে বলেও ধারণা করা হচ্ছে।

এই বহুতল ভবনে বহু মানুষ আটকা পড়েছে বলে জানা গেছে। তাই আগুন থেকে বাঁচতে ভবন থেকে লাফ দিচ্ছেন অনেকে।

স্থানীয়রা জানিয়েছেন, এখন পর্যন্ত তিনজনকে লাফ দিতে দেখেন তারা। এছাড়া অনেকে রশি বেয়ে নামার চেষ্টা করছেন।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাথে সাথে কাজ করছেন নেমেছেন নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *