3:30 AM, 13 November, 2025

পবিত্র রমজান উপলক্ষে ন্যায্য মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

FB_IMG_1647765485175

সরকার আসন্ন পবিত্র রমজান উপলক্ষে সমগ্র বাংলাদেশের সকল সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে নিম্ন আয়ের ১ কোটি পরিবারকে রমজান শুরুর আগে ও রমজানের মাঝামাঝি সময়ে মোট ০২ (দুই) বার তথা ১ম পর্যায় ন্যায্য মূল্যে টিসিবি’র পণ্য সামগ্রী ভর্তুকী মূল্যে বিক্রি শুরু হয়েছে।

এরই ধারাবাহিকতায় ভূঞাপুর উপজেলার ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নের সর্বমোট ৯ হাজার ৮৯৬ জন হতদরিদ্র পরিবারের মাঝে সারা দেশের ন্যায় আজ থেকে ভতুর্কী মূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে।

আজ রবিবার (২০ মার্চ) সকালে ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ন্যায্য মূল্যে টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ইশরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) শেখ মোঃ আলাউল ইসলাম, ভূঞাপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নার্গিস বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, থানা অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিকসহ ভোক্তা- অধিকার সংরক্ষন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ভূঞাপুর উপজেলায় ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নের সর্বমোট ৭টি স্পটে ১ জন ডিলারের মাধ্যমে ১ম পর্যায়ে প্রতি ফ্যামিলি কার্ডভোগীকে ০২ কেজি চিনি, ০২ কেজি মশুর ডাল ও ০২ লিটার সয়াবিন তেল বিতরণ করা হবে। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১১০ টাকা, প্রতি কেজি চিনির দাম ৫৫ টাকা, প্রতি কেজি মশুর ডালের দাম ৬৫ টাকা, অর্থাৎ ৪৬০ টাকা ব্যয়ে ০১ জন ফ্যামিলি কার্ডভোগী টিসিবি’র পণ্য ক্রয় করতে পারবেন।

আজ রবিবার পৌরসভায় ১৯’শত ৬৪ জন ফ্যামিলি কার্ডভোগীর কাছে ন্যায্য মূল্যে টিসিবি’র পণ্য ক্রয়-বিক্রয় করা হচ্ছে।

উল্লেখ্য, বাকী ৬টি ইউনিয়নে পর্যায়ক্রমে ২১, ২২, ২৩, ২৪, ২৫ ও ২৭ মার্চ বানিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত স্থানে ন্যায্য মূল্যে টিসিবি’র পণ্য সামগ্রী ক্রয়-বিক্রয় করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *