দেবীগঞ্জে কবি আবুবকর সিদ্দিক আবুর গ্রন্থালোচনা ও সাহিত্য সভা উনুষ্ঠিত

কাজী সাইফুলঃ দেবীগঞ্জে আবুবকর সিদ্দিক আবুর গ্রন্থালোচনা ও সাহিত্য সভার আয়োজন করেন চমক গ্রুপ,সার্বিক সহযোগিতায় অনুশীলন সাহিত্য পরিষদ, প্রতিভা সাহিত্য ও সাংকৃতিক সংসদ, দেবীগঞ্জ থিয়েটার, হিমালয় ব্যান্ড,দেবীগঞ্জ টাউনহলে উনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কবি এবিএম সোহেল রশিদ,অভিনেতা, শহিদ বুদ্ধিজীবীর সন্তান,সমালোচক, কণ্ঠশিল্পী, গণমানুষের কবি ও সভাপতি উনুশীলন সাহিত্য পরিষদ। সঞ্চালক করেন কবি ইখতিয়ার হুসাইন, উদ্ধোদকঃআব্দুল মালেক চিশতী , উপজেলা চেয়ারম্যান দেবীগঞ্জ উপজেলা পরিষদ।বিশেষ অতিথি আ স ম নুরুজ্জামান সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ দেবীগঞ্জ উপজেলা শাখা, রিতু আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান দেবীগঞ্জ উপজেলা পরিষদ, জাকিরুল হোসেন সুইডেন,নুর নেওয়াজ, পেয়ারি বেগম, মিজানুর রহমান মাজু,আমন্ত্রিত অতিথি আই জামান চমক, কবি ও সাংবাদিক, কবি আব্দুর রাজ্জাক,কবি সায়েত সাফায়েত,কবি হাসান আলী,কবি নুরুজ্জামান হালিম,কবি সাংবাদিক, রাসেলআহেম্মদ প্রধান।
সন্মানিত অতিথি হসেবে উপস্তিত ছিলেন রবিউল হাসান সরকার, অফিসার ইনচার্জ দেবীগঞ্জ থানা,উক্ত উনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ারুন ইসলাম বাবুল।
