12:35 AM, 13 November, 2025

আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাদশ সমাবর্তন

rajshahi-univer

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাদশ সমাবর্তন আজ ৩০ নভেম্বর, শনিবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ এতে সভাপতিত্ব করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এবারের সমাবর্তন বক্তা হিসেবে থাকছেন ভারতের পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইতিহাসবিদ অধ্যাপক রঞ্জন চক্রবর্তী।

ইতোমধ্যে সমাবর্তন আয়োজনের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাস সেজেছে অপরূপ সাজে। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনগুলোকে নতুন করে রঙ করা হয়েছে।

এছাড়া সাজানো হয়েছে রঙ-বেরঙের আলোকসজ্জায়। আবাসিক হল ও গুরুত্বপূর্ণ রাস্তাগুলোকেও সাজানো হয়েছে। আঁকা হয়েছে নানা রকমের আলপনা। সর্বত্র সমাবর্তনের আমেজ বিরাজ করছে।

গতকাল ২৯ নভেম্বর, শুক্রবার বিকালে রাবির শেখ কামাল স্টেডিয়ামে সমাবর্তন মহড়া অনুষ্ঠিত হয়।

রাবি জনসংযোগ বিভাগ জানায়, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিতে বিভিন্ন অনুষদের ৩ হাজার ৪৩১ জন স্নাতকোত্তর ডিগ্রিধারী নিবন্ধন করেছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এমবিবিএস ও বিডিএস ডিগ্রিপ্রাপ্ত আরও ৬৩৪ জন নিবন্ধন করেছেন।

এছাড়া রুয়েটে মোট নিবন্ধন করেছেন ২ হাজার ৫৮৬ জন। এর মধ্যে ২ হাজার ৫১৬ জন স্নাতক ডিগ্রিধারী এবং পিএইচডিসহ স্নাতকোত্তর পর্যায়ের ৭০ জন রয়েছেন।

সমাবর্তন শেষে সন্ধ্যায় উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন লুইপা ও খুর্শিদ আলম।