ঢাবির ‘খ’ ইউনিটের মৌখিক পরীক্ষা স্থগিত

ঢাবি প্রতিনিধি :
দুর্যোগপূ্র্ণ আবাহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের (স্নাতক সম্মান) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটে ভর্তির জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিবর্তিত সময়সূচী অনুযায়ী আগামী ১৬ই নভেম্বর থেকে শুরু হবে এ মৌখিক পরীক্ষা।
রবিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন কলা অনুষদের ডিন ও ‘খ’ পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন।
এতে বলা হয়, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে’ মৌখিক পরীক্ষা পাঁচ দিন পেছানো হয়েছে। সোমবার থেকে মৌখিক পরীক্ষা শুরুর কথা থাকলেও তা শনিবার (১৬ নভেম্বর) থেকে শুরু হবে।
নতুন সূচি অনুযায়ী ১৬ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত কলা অনুষদের সভাকক্ষে ওই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আগামী ১৬ নভেম্বর শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত চার শিফটে ১৫০ জন করে মেধাক্রম ০১ থেকে ৬০০ পর্যন্ত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। ১৭ নভেম্বর রবিবার একইভাবে মেধাক্রম ৬০১ থেকে ১২০০ পর্যন্ত, ১৮ নভেম্বর সোমবার মেধাক্রম ১২০১ থেকে ১৮০০ পর্যন্ত এবং ১৯ নভেম্বর মঙ্গলবার মেধাক্রম ১৮০১ থেকে ২৪০০ পর্যন্ত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
এছাড়া, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, সঙ্গীত ও নৃত্যকলা বিষয়ের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সূচি পরবর্তী সময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগের সময়সূচী অনুযায়ী ১৭ নভেম্বর থেকে ২০ নভেম্বর এই তিন বিষয়ের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর খ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার ফলে দুই হাজার ৩৭৮ আসনের বিপরীতে ভর্তির যোগ্য বিবেচিত হন ১০ হাজার ১৮৮ জন।
এর আগে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ৯ ও ১১ নভেম্বরের সোমবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা পেছানো হয়।
