সদ্য সরকারিকৃত কলেজের দ্রুত পদসৃজন দাবিতে বাসকশিপ’র বর্ধিত সভা

প্রেস বিজ্ঞপ্তিঃ
আজ ১০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় কমরেড মণি সিংহ মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন এবং সদ্য সরকারিকৃত কলেজসমূহের দ্রুত পদসৃজন ও এডহক নিয়োগের দাবিতে বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ (বাসকশিপ) এর এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোঃ আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ঠাকুর চাঁদ মজুদার, পিরোজপুর, প্রধান আলোচক ড. এম আহাম্মদ আলী মল্লিক, সাধারণ সম্পাদক বাসকশিপ। সভাপতিত্ব করেন প্রফেসর ড. নুরুদ্দীন, সভাপতি, ঢাকা বিভাগ, বাসকশিপ।
জাতিসংঘ কর্তৃক ২য় সেরা প্রধানমন্ত্রী মনোনীত হওয়ায় এবং প্রান্তিক জনগোষ্ঠীকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য সরকারি কলেজ বিহীন প্রতিটি উপজেলায় একটি করে কলেজ সরকারি করায় মাননীয় প্রধানমন্ত্রীকে গভীর শ্রদ্ধা ও ধন্যবাদ জ্ঞাপন করার জন্য গণতন্ত্রের মানস কন্যা মানবতার মা, বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনাকে সদ্য সরকারি কলেজ শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে গণ সংবর্ধনা দেয়া বিবেকের দাবী বলে বক্তাগণ মতামত প্রদান করেছেন এবং সদ্য সরকারিকৃত কলেজসমূহের দ্রুত পদসৃজন ও এডহক নিয়োগের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। আরও বক্তব্য রাখেন শামীম সুজন, জিয়াউর রহমান লাভলু, ইকবাল হোসেন, ছায়েদুর রহমান, সাইদুর রহমান মোল্লা, আল মামুন, মামুনুর রশীদ, কামরুল হাসান, জাকির হোসেন, সুমন মিঞা জয়, মোহাম্মদ নাসির উদ্দীন,শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, আলী আল মামুন মোঃ গাজী সরোয়ার, আক্তার সরোয়ার, প্রদীপ কুমার দাশ, সামসুল আলম, আফজালুল হক প্রমুখ। সভায় জননেত্রীকে সংবর্ধনা দেয়ার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় এবং তা বাস্তবায়নের জন্য কতিপয় কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভাপতি মহোদয় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
