ভাদেশ্বর মডেল ফাযিল মাদ্রাসার অধ্যক্ষের মাদার তেরেসা গোল্ডেন এওয়ার্ড লাভ

গোলাপগঞ্জ প্রতিনিধি:
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাদেশ্বর মডেল ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শুয়াইবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন এওয়ার্ড-২০১৯ লাভ করেছেন। বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন এ পদক তাকে প্রদান করে। গত শুক্রবার (২৭সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঢাকাস্থ ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশন নতুন ভবনের কনফারেন্স হলে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও গুণীজন সম্মাননার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরপ এ মাওলানা মোঃ শুয়াইবুর রহমানকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথিদের কাছ থেকে তিনি এ পদক গ্রহণ করেন। বাংলাদেশ কাস্টমস’র সাবেক উপ-কমিশনার, বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম আর খান আদনানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি সিকদার মকবুল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী এম নাজ উদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন সহ দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
