ভূঞাপুরে স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে এক যুবকের আত্মহত্যা

টাঙ্গাইলের ভূঞাপুরে পারিবারিক কলহের জেরে রফিকুল ইসলাম (৪৫) নামে এক অটোভ্যানচালক স্ত্রীর ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
গতকাল রোববার রাতে উপজেলা পৌর শহরের ঘাটান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
অটোভ্যানচালক রফিকুল সিরাজগঞ্জের সদর উপজেলার ঘোড়াচরা গ্রামের ইনছাব আলীর ছেলে। রফিকুলের ১২ বছরের একটি শিশু কন্যাসন্তান রয়েছে।
আজ সোমবার (১৪ মার্চ) সকালে রফিকুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এদিকে এ ঘটনায় রফিকুলের স্ত্রী রাজিয়া খাতুন ভূঞাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন।
রফিকুলের ছোট বোন শিরিনা খাতুন জানান, তার ভাই ঘাটান্দিতে স্ত্রী-সন্তান নিয়ে একটি বাসায় ভাড়া থাকতেন। তিনি অটোভ্যান চালাতেন। রাতে জানতে পারি ভাই আত্মহত্যা করেছেন।
মামলাসূত্রে জানা যায়, রাতে ভাত খাওয়ার সময় স্ত্রীর সঙ্গে কথাকাটাকাটি হয়। খাওয়া শেষ না করে পাশের রুমে গিয়ে শুয়ে পড়েন। এর পর মশার কয়েলের জন্য ভূঞাপুর বাসস্ট্যান্ডে যান। সেখান থেকে ফিরে আবারও শুয়ে পড়েন তিনি। রাত সাড়ে ১১টার দিকে ঘরে কিছু পড়ার শব্দ শুনে স্ত্রী রাজিয়া দরজায় ধাক্কা দেন। পরে দরজার ছিদ্র দিয়ে দেখেন তার স্বামী ঝুলে রয়েছেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে থানা পুলিশকে জানান।
এ বিষয়ে ভূঞাপুর থানার এসআই আব্দুল্লাহ আল মাসুদ জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে রাতেই লাশ উদ্ধার করা হয়। সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.