11:13 PM, 12 November, 2025

জনপ্রিয় “ইত্যাদি” অনুষ্ঠান এবার কিশোরগঞ্জে

Ityadi - ইত্যাদি

সহকারী সম্পাদক:

ইত্যাদি বাংলাদেশের একটি জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান।
জনপ্রিয় এ অনুষ্ঠানটি এবারের পর্ব ধারণ করা হয়েছে প্রাকৃতিক রূপবৈচিত্র্যের লীলাভূমি কিশোরগঞ্জের দুর্গম অঞ্চল মিঠামইন উপজেলার হামিদ পল্লীতে ।
মিঠামইন হাওর এর কুলঘেঁষা গ্রামের সবুজ বনানী, আর অসাধারণ নৈসর্গিক দৃশ্যের সাথে সঙ্গতি রেখে সাজানো মঞ্চে ধারণ করা হবে ইত্যাদি। সব সময় রাতের আলোকিত মঞ্চে ইত্যাদি ধারণ করা হলেও অঞ্চলটির নৈসর্গিক রূপ রাতে দেখানো সম্ভব নয় বলে দিনের আলোর পড়ন্ত আভায় ধারণ করা হবে ইত্যাদির অনুষ্ঠানগুলো। অনুষ্ঠানটির উপস্থাপক হানিফ সংকেত এর উপস্থাপনায় আগামী ২০শে সেপ্টেম্বর শুক্রবার দুপুর ২ টায় ইত্যাদি অনুষ্ঠিত হবে।
ফাগুন অডিও ভিশন প্রযোজিত বাংলাদেশ টেলিভিশনের শিক্ষা,তথ্য ও বিনোদনমুলক ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এর পরবর্তী অনুষ্ঠানের কয়েকটি পর্ব দর্শক উপস্থিতিতে ধারন করা হবে।
দর্শক পর্বের জন্য ইতিমধ্যে ইত্যাদির পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত শিল্পী ও কলা-কৌশলী বাছাই করেছেন।
এবারের পর্বে রয়েছে কিশোরগঞ্জের ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত-দর্শনীয় ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর উপর তথ্যভিত্তিক প্রতিবেদন।
এ পর্বে দেখানো হবে গাছ মাছ অতিথি পাখির অভয়ারণ্য হিজল করচ সমৃদ্ধ নিকলী হাওর, প্রায় ৪০০’শ বছরের গুরই শাহী জামে মসজিদ। গুরই প্রাচীনতম আখড়া সহ অসংখ্য দৃষ্টি নন্দন দৃশ্যাবলী। বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের এক অপরিহার্য নাম কিশোরগঞ্জ।
বার ভূঁইয়াদের প্রধান ঈসা খাঁ, চন্দ্রাবতী , প্রথম বাঙালি মহিলা কবি। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, সুকুমার রায় , নীরদচন্দ্র চৌধুরী ,লেখক। জয়নুল আবেদীন,বাংলাদেশের একজন খ্যাতনামা চিত্রশিল্পী। সত্যজিত রায় , সৈয়দ নজরুল ইসলাম,বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ।
সৈয়দ আশরাফুল ইসলাম ,গুরুদয়াল দাস ও শিল্পপতি জহুরুল ইসলাম সমৃদ্ধ ভান্ডারসহ আরো বহু লোকজ সাধকদের অমর সঙ্গীতে মুখরিত এই কিশোরগঞ্জ। তাদের উপর রয়েছে একটি তথ্যভিত্তিক অনুসন্ধানী প্রতিবেদন। এছাড়াও অনুষ্ঠানের মূল তথ্যভিত্তিক অনুসন্ধানী প্রতিবেদন গুলো হচ্ছে ;
১.গুরুদয়াল সরকারী কলেজ কিশোরগঞ্জ সদর
২. নিকলী হাওর বেড়িবাঁধ
৩. বালিখলা বেড়িবাঁধ- করিমগঞ্জ
৪. মিঠামইন ক্যান্টনমেন্ট
৫. বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ

অনুষ্ঠানটি দেখার জন্য কোন টিকেট লাগবেনা। সেই সাথে থাকবে বসার স্থান।