12:31 AM, 13 November, 2025

নবাবগঞ্জে শিক্ষা কর্মকর্তার দপ্তরে জনবল সংকট: ১০ এর স্থলে ৩ জন

images

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম এ সাজেদুল ইসলাম(সাগর)ঃ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তার দপ্তরে জনবল সংকট । অনুমোদিত ১০ পদের স্থানে কাজ করছে ৩ জন। এর কারনে প্রাথমিক শিক্ষার গুনগত মান ধরে রাখতে হিমশিম খাচ্ছে কতৃপক্ষ। জানা গেছে দির্ঘদিন থেকে দপ্তরটিতে জনবল সংকট থাকায় জরুরি কার্যক্রম পরিচালনা করার দুস্কার হয়ে পড়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তর সুত্রে জানা গেছে অনুমোদিত শিক্ষা কর্মকর্তা একজন সহকারি শিক্ষা কর্মকর্তা চারজনের স্থানে একজন, উচ্চ মান সহকারি একজন, অফিস সহকারি দুইজনের জায়গায় একজন, হিসাব সহকারি একজন, অফিস সহায়ক একজন। উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৪৯ টি বিদ্যালয় পরিচালনা , পরিদর্শন সহ সার্বিক শিক্ষা মনিটরিঙয়ের কাজ অনেকটা ঝিমিযে পড়েছে। সম্প্রতি চারজন সহকারি শিক্ষা কর্মকর্তার মধ্যে তিনজন কে অন্যত্র বদলি করায় বর্তমানে শিক্ষা কর্মকর্তা আর একজন সহকারি শিক্ষা কর্মকর্তা দিয়ে চলছে বিদ্যালয় গুলো। এ বিষয়ে রঘুনন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম রব্বানী প্রধান শিক্ষক মশিউর রহমান জানান অচিরেই জনবল নিয়োগ দেওয়ার জন্য কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।