11:13 PM, 12 November, 2025

শাকিবের নায়িকা হয়ে আসছেন আরও এক উপস্থাপিকা

zahara

বিনোদন ডেস্কঃ শাকিব খানকে নিয়ে ‘আগুন’ শিরোনামের একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক বদিউল আলম খোকন। এই ছবিতে দেখা যেতে পারে নতুন মুখ, কয়েকদিন ধরে এমনটাই শোনা যাচ্ছিল চলচ্চিত্র পাড়ায়।

অবশেষে শোনা কথা সত্যি হলো, ছবিতে শাকিবের নায়িকা হচ্ছেন উপস্থাপিকা জাহারা মিতু। বিটিভিসহ বেশ কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলে উপস্থাপনা করেছেন। উপস্থাপনা দিয়েই মিডিয়ায় পথচলা শুরু জাহারা মিতু। তবে উপস্থাপনার পাশাপাশি মডেলিং ও অভিনয়েও তিনি সরব। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন এই মিতু।

শাকিবের বিপরীতে মিতুর অভিনয়ের বিষয়টি বাংলা ডট রিপোর্টকে নিশ্চিত করেছেন বদিউল আলম খোকন। তিনি বলেন, ‘ছবিটিতে জাহারা মিতুকে নেওয়া হয়েছে। সার্বিক বিষয় বিবেচনা করে মিতুকেই শাকিবের বিপরীতে অভিনয়ের জন্য নির্ধারণ করেছি। তিনি ইতোমধ্যে আমাদের সাথে অফিসিয়ালি চুক্তিবদ্ধ হয়েছেন। মিতু আগে থেকেই মিডিয়ার সঙ্গে জড়িত। আশা করি তিনি এই চলচ্চিত্রের সবার সাথে মানিয়ে কাজ করতে পারবে।’

উল্লেখ্য, জাহারা মিতু ছাড়াও এর আগে উপস্থাপিক থেকে শাকিবের নায়িকা হয়েছেন আরও দুইজন। তারা হলেন নায়িকা শবনম বুবলী ও রোদেলা জান্নাত।