9:53 PM, 12 November, 2025

আমতলীতে ঝুঁকি ও আতঙ্কের মধ্যেই ক্লাস করছে শিক্ষার্থীরা

IMG_20190403_185128_040

এইচ. এম. রাসেল, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে ঝুঁকি ও আতঙ্কের মধ্যেই ক্লাস করছে সদর ইউনিয়নের উত্তর পশ্চিম ছোটনীলগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা গেছে , ভবনের ছাদ ও দেয়াল থেকে পলেস্তারা ধ্বসে পড়ায় ও পানি চুইয়ে পড়ায় শিক্ষক ও শিক্ষার্থীরা ভয় ও আতংকের মধ্যে ক্লাস করতে হয়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০০ সালে এলজিইডি ৬ লক্ষ টাকা ব্যয়ে স্কুল ভবন নির্মান করেন। ভবন নির্মানের দীর্ঘদিন অতিবাহিত হলেও কোনো সংস্কার না করায় ভবনটি ব্যবহারের অযোগ্য হয়ে পরেছে । বর্তমানে শিক্ষকরা জরাজীর্ন ভবনে বসে ক্লাশ ও পরীক্ষা কার্যক্রম চালাচ্ছে।

বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে। বৃষ্টি এলে শিক্ষার্থীরা বই পত্র সহ দৌড়ে আশে পাশের বাড়ির বারান্দায় আশ্রয় নেন। স্কুলের শিক্ষার্থীরা শারমিন , নিলুফা বলেন, মোগো কষ্টের আর শেষ নাই। ভবনের অভাবে মোরা বৃষ্টিতে ভিজে আর রৌদ্রে শুকাইয়া লেখা পড়া করি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ জানান, বিদ্যালয় ভবনটি স্থাপনের পর কোনো সংস্কার না করায় বর্তমানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ভবনটি সংস্কারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অনেক বার আবেদন করা হয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না।

আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত গতিতে ব্যবস্থা নেয়া হবে।