হায়দরাবাদ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ‘দ্য টাইপিস্ট’

বিনোদন ডেস্কঃ পঞ্চম হায়দরাবাদ বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৯-এ প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য টাইপিস্ট’। এটি এবারের উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা নাঈম হক।
নির্মাতা জানান, উৎসবে প্রদর্শনের জন্য স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রটি চূড়ান্তভাবে মনোনীত হয়েছে। এ মাসের ১৮ থেকে ২১ তারিখে হায়দরাবাদে অনুষ্ঠিতব্য উৎসবে এটি প্রদর্শিত হবে। উৎসব উদ্বোধনের দিন, অর্থাৎ ১৮ জুলাই ছবিটি প্রদির্শত হবে। উৎসবের ভেন্যু অন্নপূর্ণা ইন্টারন্যাশনাল স্কুল অফ ফিল্ম অ্যান্ড মিডিয়া হল।
নির্মাতা নাঈম হক জানান, ইতিপূর্বে চলচ্চিত্রটি দেশের কয়েকটি উৎসব ও বিদেশে ইন্ডিয়া এবং ইতালির দুটি ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয়েছে। সেখানেও ছবিটি প্রশংসিত হয়।
প্রবীণ গুণী অভিনয়শিল্পী হাসান ইমাম টাইপিস্ট চলচ্চিত্রটিতে মূল চরিত্রে অভিনয় করছেন। এ ছাড়াও এতে অভিনয় করেছেন তরুণ অভিনেতা তন্ময় ও নিপা খান।
