সাংবাদিক শাহরিয়ার কবির আকন্দের ওপর হামলার প্রতিবাদে পলাশবাড়ীতে মানববন্ধন

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
দৈনিক ভোরের কাগজের পলাশবাড়ি উপজেলা প্রতিনিধি সাংবাদিক শাহরিয়ার কবির আকন্দের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করার প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ীতে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
আজ বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ী টেলিভিশন সাংবাদিক ফোরাম ও রিপোর্টার্স ইউনিটির যৌথ আয়োজনে স্থানীয় চৌমাথা মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পলাশবাড়ি প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাংবাদিক নুরুজ্জামান প্রধান, আবুল কালাম আজাদ, ফজলুল হক দুদু, শাহ আলম সরকার, সিরাজুল ইসলাম রতন, আমিরুল ইসলাম কবির , হাসিবুর রহমান স্বপন প্রমুখ।
বক্তারা সাংবাদিক শাহরিয়ার কবির আকন্দের ওপর হামলার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আসামীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানান। অন্যথায় উত্তরাঞ্চলে সাংবাদিকদের বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
উলেখ; ১৪ মে পলাশবাড়ী উপজেলা সদরের হরিনমারী গ্রামে বসতবাড়ীর উপর দিয়ে বিদ্যুৎ সংযোগ দেয়াকে কেন্দ্র করে প্রতিবেশি শফিউল আযম বিটু সাংবাদিক শাহরিয়ার কবির আকন্দের উপর সুপরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেন।
