আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
দৈনিক ভোরের কাগজের পলাশবাড়ি উপজেলা প্রতিনিধি সাংবাদিক শাহরিয়ার কবির আকন্দের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করার প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ীতে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
আজ বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ী টেলিভিশন সাংবাদিক ফোরাম ও রিপোর্টার্স ইউনিটির যৌথ আয়োজনে স্থানীয় চৌমাথা মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পলাশবাড়ি প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাংবাদিক নুরুজ্জামান প্রধান, আবুল কালাম আজাদ, ফজলুল হক দুদু, শাহ আলম সরকার, সিরাজুল ইসলাম রতন, আমিরুল ইসলাম কবির , হাসিবুর রহমান স্বপন প্রমুখ।
বক্তারা সাংবাদিক শাহরিয়ার কবির আকন্দের ওপর হামলার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আসামীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানান। অন্যথায় উত্তরাঞ্চলে সাংবাদিকদের বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
উলেখ; ১৪ মে পলাশবাড়ী উপজেলা সদরের হরিনমারী গ্রামে বসতবাড়ীর উপর দিয়ে বিদ্যুৎ সংযোগ দেয়াকে কেন্দ্র করে প্রতিবেশি শফিউল আযম বিটু সাংবাদিক শাহরিয়ার কবির আকন্দের উপর সুপরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম